1. admin@thedailyagnikontho.com : admin :
ঢামেক-এ ভুয়া সেনা গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী আটক - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সচেতনভাবে ভোট দিন: মঞ্জু জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনর্বাসনে উদ্যোগ নিচ্ছে সরকার ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ পরীক্ষা বন্ধ রাখলে শাস্তির মুখোমুখি হবেন: শিক্ষা উপদেষ্টা অভিবাসন আইন প্রয়োগে বহুমুখী কৌশল নিচ্ছেন ট্রাম্প বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে ‘সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫’ জারি ঢামেক-এ ভুয়া সেনা গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী আটক প্রাপ্যতা ও নিরাপত্তা জোরদারে জ্বালানি নীতি হালনাগাদ করেছে এডিবি ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ম লঙ্ঘনকারী সার ডিলারদের বাদ দেয়া হবে: কৃষি উপদেষ্টা
ঢামেক-এ ভুয়া সেনা গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী আটক

ঢামেক-এ ভুয়া সেনা গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গতকাল রোববার রাতে একজন ভুয়া সেনা সদস্যকে আটক করেছে সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম মো. সোহেল (২১)। ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ২য় তলার ২১২ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।মো. সোহেল সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হাসপাতালের রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলো।

তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। আনসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতারক গত ২৯ নভেম্বর নতুন ভবনের ৭০২ নং ওয়ার্ড থেকে হাসপাতালের ক্লিনার রমিজ মিয়ার কাছ থেকে সেনা গোয়েন্দা পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন হাতিয়ে নেয়। এছাড়াও গত ৩০ নভেম্বর নতুন ভবনের ৮০২ নং ওয়ার্ডের এক রোগীর স্বজনের কাছ থেকে একই পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার হাতিয়ে নেয়।

তারা আরো জানায়, গতকাল পুরাতন ভবনের ২১২ নং ওয়ার্ডে হাসপাতালে রোগীর জন্য রক্ত দিতে আসা এক স্বজনের কাছ থেকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেয়ার সময় তাকে হাতেনাতে আটক করে কর্মরত মনিটরিং মাঠকর্মী, পিসি আলমগীর হোসেন, এপিসি আব্দুর রাজ্জাক, আনসার জাহাঙ্গীর আলম ও আনসার মজনু মিয়া। তারা জানায়, প্রতারক এই সোহেল গত দুই দিন ধরে হাসপাতালে কর্মরত আনসার সদস্যদেরকেও সেনা গোয়েন্দা পরিচয়ে হুমকি ধামকি প্রদান করে আসছিল।

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারক মো. সোহেল সিলেট সেনানিবাসের ১৭ এফআইইউ’তে কিছুদিন ধুপি হিসাবে কাজ করে। পরবর্তীতে সে শৃঙ্খলাজনিত কারণে চাকুরিচ্যুত হয় এবং ভুয়া সেনা পরিচয়পত্র তৈরি করে, তা দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা শুরু করে।প্রতারক সোহেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com